• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আবারও ‘টিম ওয়ার্কের’ অপেক্ষায় বাংলাদেশ 


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৯:৩৭ এএম
আবারও ‘টিম ওয়ার্কের’ অপেক্ষায় বাংলাদেশ 

শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয় উদযাপন করেছে বাংলাদেশ। আজ (২০ মার্চ) দ্বিতীয় ওয়ানডেতে দলের দৃষ্টি আরও বড় অর্জনের দিকে।

দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো স্বাগতিক দেশকে হারানো বিশাল অর্জন। জোহানেসবার্গে আবারও যদি এই অর্জন ধরে রাখতে হয় তবে প্রথম ওয়ানডের মতো দলকে একত্রে কাজ করতে হবে।

দলের প্রত্যেক সদস্যের প্রচেষ্টায় বাংলাদেশ দারুণ এক জয় পেয়েছে। ইয়াসির আলি চমৎকার বোলিং করেছেন। তাসকিন আহমেদকে দল যেভাবে কাজে লাগাতে চেয়েছে, তিনি একেবারে সঠিক কাজটিই করেছেন।

দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যদিও উইকেট পাননি। তবে ভালো বল করেছেন। ব্যাট হাতে পেয়েছেন ৭৭ রান। অবসর বিতর্ক কাটিয়ে তিনি বেশ ঝলক দেখাচ্ছেন। হয়েছেন ম্যাচসেরাও। এমন আরও একটি দলগত পারফরম্যান্স দলকে আরও বড় ইতিহাস রচনার পথে এগিয়ে দেবে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!